পাইকগাছায় শিবপদ মন্ডলের সাংবাদিক সম্মেলন

0
143
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার মেসার্স সসতা ফিসের সত্ত্বাধিকারী শিবপদ মন্ডলের বাড়ীতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে ব্যবহার করে পাইকগাছা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এস এম এনামুল হকের বহিষ্কারে প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাইকগাছা বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে  সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,  সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান এস এম এনামুল হক সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের আশ্রয়স্থল।  তিনি হিন্দুদের জানমালের রক্ষার জন্য বিভিন্ন সময় জীবন বাজী রেখেছেন। হিন্দুদের জায়গা জমি ভূমি দস্যুদের কবল থেকে উদ্ধার সহ লীজ ঘের উদ্ধারের জন্য একাধিক বার ভূমিকা রেখেছন। এক যুগেরও বেশি সময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের প্রহরী হয়ে পাহারা দিয়ে রেখেছেন।  গত  ৫ আগষ্ট সরকার পরিবর্তন হলে ঐ সময় আমি বাড়ির ছিলাম না। রাত আনুঃসাড়ে ৮ টা থেকে ৯ টা দিকে কে বা কারা লাঠি শোটা সহকারে আমার বাড়ীতে ঢুকে ভাংচর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। আমার পিতা, কাকা স্ত্রী সহ সকলে বাড়ীতে ছিল।কিন্তু তাদের তান্ডবে সবাই হতভম্ব হয়ে পড়ে। সংবাদ পেয়ে আমি আমার আশ্রয়স্থল সাবেক চেয়ারম্যান এনামুল হকের স্মরনাপন্ন হওয়ার চেষ্টা করি। তখম জানতে পারি, উনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের সহিত মত বিনিময়ে আছেন। পরে যোগাযোগ মাধ্যমে ও পত্রিকা মারফত জানতে পারি,  আমার নাম ব্যবহার করে এনামুল হককে তার রাজনৈতিক দল বি এন পি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তখন আমি হতভম্ব হয়ে পড়ি। যার নিকট আমি সহযোগী চাচ্ছি,যে আমার বাড়ীতে যায়নি, তাকে বহিষ্কার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পিতা পতিরাম মন্ডল, স্ত্রী কৃষ্ণা রানী মণ্ডল সহ কাকা ও ভাইয়েরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here