চৌগাছায় বৈষম্যবিরোধী ছাত্রসমাজের হস্তক্ষেপে চুরি যাওয়া সেই গরু উদ্ধার 

0
185
চৌগাছা পৌর প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্রসমাজের হস্তক্ষেপে যশোরের চৌগাছায় দুদিন আগে চুরি যাওয়া সেই মুদি ব্যবসায়ীর গরু উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) বিকালে স্থানীয়দের নিয়ে ভুক্তভোগীকে এ গরু হস্তান্তর করে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিমুর রহমান সোহান ও আশিকুল ইসলাম মিথুন।
জানা যায়, গত বুধবার দুপুরে বাড়ির পাশের বাশ ঝাড় থেকে খড়িঞ্চা গ্রামের পরিমল কুমার সাহার একটি  গাভী চুরি হয়। সংবাদ শুনে ওইদিনই ঘটনাস্থলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় ভুক্তভোগীদের মুখ থেকে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী কায়েম (৪০) এর নাম উঠে আসে। এলাকার একাধিক বাসিন্দা কায়েমকে গরুটি নিয়ে যেতে দেখেছেন বলেও জানান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, “ঘটনার পরদিন মুঠোফোনে আমার কাছে অভিযুক্তের বড় ছেলে ফোন দিয়ে তার বাবার চুরির বিষয়টি স্বীকার করে। এবং গরুটি ফেরত দিতে স্বীকৃতি জানায়।” তিনি বলেন, বিষয়টি ছাত্রদের জানালে তারা থানা পুলিশের সহযোগিতায় গ্রামবাসীদের সাথে নিয়ে গরুটি উদ্ধারের পর ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করেন।
এসময় ইউপি চেয়ারম্যান নুরুল কদর, ইউপি সদস্য আব্দুল মান্নান, চৌগাছা থানার উপ-পরিদর্শক এস আই মাহফুজুর রহমান, সহকারী উপ-পরিদর্শক এ এস আই শফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চৌগাছার রাশেদুল ইসলাম রিতম, আজিমুর রহমান সোহান, আশিকুল ইসলাম মিথুন, ঐশিক দেওয়ান, মাশফি অমিয় প্রমুখ উপস্থিত ছিলেন।
চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, চৌগাছার সকল অন্যায়-অবিচার রুখে দিতে সর্বদা ছাত্ররা প্রস্তুত থাকবে। এরকম আর কোনো ঘটনা না ঘটতে এলাকার সকলকে সচেতন থাকার আহবান জানান তাঁরা।
এদিকে চুরির ঘটনার মূলহোতা শনাক্ত হলেও কায়েম হোসেনের দেখা পাওয়া যায়নি। তার পক্ষে স্ত্রী-সন্তানরা ভুক্তভোগী ও এলাকাবাসীর নিকট ক্ষমাপ্রার্থনা করেছেন।
এলাকাবাসীরা বৈষম্যবিরোধী ছাত্রসমাজের এ কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, এর আগেও ভুক্তভোগী এই গোত্রের মধ্যেই ৭টা গরু চুরি হয়েছে। হিন্দু বলে কোনো অভিযোগ করতে তারা সাহস পায়নি। সর্বোপরি এলাকার বাসিন্দারা চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্রসমাজকে ধন্যবাদ জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here