চুড়ামনকাটি (যশোর ) প্রতিনিধি ॥ বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময় যশোর-ঝিনাইদাহ
মহা সড়কের বারীনগর বাজারে শাকিল আহম্মেদ (২৩) নামের
এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত শাকিল
আহম্মেদ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের
নওদাগ্রামের আব্দূল হামিদের ছেলে এবং দৈনিক
লৈাকসমাজের স্টাফ রিপোর্টার( চৌগাছা) মুকুরুল
ইসলাম মিন্টুর আপন ভাগনে।
নিহতের বড় ভাই মামুনুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত
১০ টার পর তার ছোট ভাই নিজ মোটরসাইকেল যোগে
যশোর শহর থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সাড়ে
দশটার দিকে তারা জানতে পারে তার ভাই শাকিল আহম্মেদ
সড়ক দূর্ঘটনায় বারীনগর বাজারে নিহত হয়েছেন।
তিনি আরো জানান, কি গাড়ীর সাথে আমার ভাই
দূর্ঘটনায় মারা গেছে তা কেউ বলতে পারছেনা। তার
মাথা এবং ডান পাশ পুরোটাই ফিসে গেছে। পরিবার ওএলাকাবাসীর ধারণা কোন ট্রাক বা পরিবহন তার উপর
দিয়ে চলে গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন যশোর
কোতয়ালী মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর
মেডিকেল হাসপাতালে পাঠায়। রাতেই পরিবারের সদস্যরা
নিহতের লাশ বাড়িতে নিয়ে আসেন। এদিকে শুক্রবার
জুম্মাবাদ জানাযা শেষে নওদাগ্রামের পারিবারিক
কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টুর ভাগনে দেখতে যান
চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান
মিলন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,
চৌগাছা প্রেসক্লাবের নেতা খলিলুর রহমান জুয়েল।
সাংবাদিক মিন্টুর ভাগনের অকাল মৃত্যুতে গভীর শোক
জানিয়ে বিবৃতি দিয়েছেন, চৌগাছা প্রেসক্লাবের
সভাপতি অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ শাহানুর আলম
উজ্জল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান
মাহমুদ, সাংবাদিক ইমাম হোসেন সাগর, গুলজার খান
প্রমূখ।















