নড়াগাতিতে ঘটনাস্থলে না থেকেও মামলার আসামি দাবী হাফিজুরের! চান অব্যাহতি

0
181
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল)  প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতিতে ঘটনাস্থলে না থেকে ও নাশকতা মামলার আসামি হয়েছেন বলে দাবী করেছে মোঃ হাফিজুর রহমান বিল্পব। এ সময় তিনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেন।
হাফিজুর রহমান বিল্পব কলাবাড়িয়া গ্রামের আবুল হাসেম এর ছেলে ও নড়াগাতি থানা আওয়ামীলীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়,গত বছরের ১লা সেপ্টেম্বর নড়াগাতি জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এবং এলাকা ছাড়া করে।তারই জেরে গত ২৮ আগষ্ট বুধবার বাঐসোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরাফত আলী সবো মোল্লা বাদী হয়ে নড়াইল মোকাম বিজ্ঞ স্পেশাল ট্রাইবুনালে ১৩৭জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।বিচারক আলমাচ হোসেন মৃধা মামলাটি আমলে নিয়ে নড়াগাতি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ প্রদান করেন।সেই মামলায় হাফিজুর রহমান বিল্পবকে আসামি করা হয়।
মামলার অভিযুক্ত আসামি হাফিজুর রহমান নিজেকে নির্দোশ দাবী করে বলেন,আমি ২৩ সালের মে মাসে ঢাকাতে ব্যাবসায়ীক কাজে যাই ।৫ মে ঢাকার সাভার এলাকা থেকে সন্ধ্যায় কিছু সন্ত্রাসীরা আমাকে তুলে নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্য মারপিট ও কুপিয়ে জখম করে এবং আমাকে পঙ্গু করে দেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সাভার ইনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে।দীর্ঘ ২ মাস আমি হসপিটালে ভর্তি থাকি।এবং আমি পঙ্গু হয়ে যাই।সেই ঘটনায় আমি সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা করি। পরে বাড়িতে আসলে ও আমি সারাদিন বিছানায় পরে থাকি।আমি গত ১৫ মাস ধরে পঙ্গু হয়ে বিছানায় শুয়ে আছি। যার প্রমান চিকিৎসার কাগজ পত্র আপনার দেখালাম। গত বছরের ১লা সেপ্টেম্বর নড়াগাতিতে কি হয়েছে তার কিছুই আমি জানিনা। এবং ঘটনাস্থলে আমি ছিলাম না।কিন্তু গত বুধবার বিএনপি নেতা সবো মোল্লা বাদি হয়ে ১৩৭জনকে আসামি মামলা করেছেন।সেখানে আমার নাম ও রয়েছে।
 হাফিজুর রহমান আরো জানান,তিনি দাবী করেন তিনি ঘটনাস্থল ছিলেন না,কিছু জানেন না তাই তাকে মামলা থেকে অব্যাহতির দেওয়ার অনুরোধ করেন।তিনি আরো বলেন আপনারা তদন্ত করে দেখেন আমি যদি অপরাধী হই তাহলে আরো মামলা দেবেন আর যদি দোষী না হয় তাহলে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দেওয়ার অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here