যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ পালন 

0
314

যশোর অফিস : রক্তাক্ত জুলাইয়ের শহীদদের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে শহীদী মার্চ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের সিভিল কোর্ট মোড়, প্রেসক্লাব, চৌরাস্তা, দড়াটানা হয়ে শহীদ মিনারে গিয়ে ই শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।মিছিল শেষে বক্তারা বলেন, জুলাই এবং আগস্টে স্বৈরাচার সরকার হটাতে গিয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি যারা অসুস্থ রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এ আন্দোলনে শহীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্য গ্রুপের জেসিনা মূর্শীদ প্রাপ্তি, মাসুম বিল্লাহ, নূর ইসলামের নেতৃত্বে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এরপর সেখান থেকে শুরু হওয়া ‘শহীদি মার্চ’টি যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে যশোরের বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ছাত্র-জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বৈষম্য বিরোধী ছাত্র- আন্দোলনে নিহত ছাত্র জনতার স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করে কর্মসূচি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here