কয়রা (খুলনা) প্রতিনিধি : ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০:৩০ টার দিকে কয়রা উপজেলা সদরে অবস্থিত ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। দোকানের মালিক মনিরুজ্জামান দোকানে পৌঁছানোর পর বাবুল নামের এক ব্যক্তির ফোন পান। ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং দোকানে অবস্থান করতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই কয়রা থানা যুবদলের আহ্বায়ক শরিফুল ও সদস্য সচিব মোতাসিম বিল্লার নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী দল দোকানে হামলা চালায়। তারা দোকানে ব্যাপক ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়।
এই হামলায় দোকানের মালিক মনিরুজ্জামানসহ মুনসুর গাইন (৫৫), আল মামুন (৩০) এবং নুরুল হুদা (৫০) গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিক কয়রা জায়গীর মহল হাসপাতালে ভর্তি করা হয়, তবে মুনসুর গাইনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া, হামলাকারীদের বিরুদ্ধে কয়রা থানায় ঘাট দখল, ঘের দখল, চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের দাপটে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।
এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে কয়রা থানার কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আহতরা পরে থানায় অভিযোগ দায়ের করবেন।















