বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার সকালে মণিরামপুর উপজেলার চাঁদপুর মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম।
সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু মোত্তালেব আলম, মণিরামপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল-উর রহমান, সহকারী তথ্য অফিসার মো:রমজান আলী, চাঁদপুর মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীন, মাঝিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দীন,মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: শামসুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ,মাদকের কুফল,গুজব প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে বক্তব্য প্রদান করেন। সমাবেশে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।















