বেনাপোলে ২ কেজি সোনাসহ এক পাচারকারী আটক

0
190

বেনাপোল থেকে এনামুল হকঃভারতে পাচারের সময় বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের সোনার পাঁচটি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সোনার চালানসহ কদম আলীকে আটক করা হয়। আটক কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।বিকেলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা কাঁচা বাজারে অবস্থান নেয়। এসময় ওই পাচারকারী কাঁচা বাজার এলাকায় আসলে বিজিবি তাকে আটক করে। পরে তল্লাশি করে সোনার পাঁচটি বার জব্দ করে। যার ওজন দুই কেজি ৩৫০ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৩৮ লাখ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহ কমান্ডিং অফিসার মেজর ফারজিন ফাহিম জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here