স্টাফ রিপোর্টার, যশোর থেকে : অতিবৃষ্টি ও ভবদহ সংলগ্ন খাল বিল তলিয়ে যশোর,
সাতক্ষীরা ও খুলনা জেলার ৬ উপজেলার ৬৫ গ্রাম প্লাবিত হওয়ায় এই অঞ্চলের কয়েক লাখ মানুষ
পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে যশোরের কেশবপুর, অভয়নগর,
মণিরামপুর, খুলনার ডুমুরিয়া এবং সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলার মাঠঘাট তলিয়ে
বাড়িঘরে পানি উঠে যাওয়ায় হাজার হাজার মানুষ খোলা আকাশের নীচেয় উচু রাস্তা বা
স্কুল মাদ্রাসা বা কলেজের মাঠে ময়দানে আশ্রয় নিয়েছেন। মাঠ,ঘাট, খাল,বিল
রাস্তা,হাট বাজারসহ সকল প্রকাশ শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার হেক্টর ফসলী জমি
পানিতে তলিয়ে যাওয়ায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বিশেষ করে
এসব উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে চরম খাদ্যাভাব ও বিশুদ্ধ
খাবার পানির সংকট। এই অবস্থা মোকাবিলায় সরকারের পাশাপাশি যশোর জেলা বিএনপি
ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে ব্যাপক ত্রাণ তৎপরতা। জেলা
বিএনপির নেতৃবৃন্দ বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও
বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম
অমিতের সার্বিক ব্যবস্থাপনায় পানিবন্দি এসব পরিবারের মধ্যে চাল,ডাল, তেল, আলু, লবন,
সেমাই, চিনি,চিড়া,মুড়ি,বিস্কুট, খাবার স্যালাইনসহ নানা প্রকারের শুকনো খাবার
বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে শনিবার জেলা বিএনপি,
জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল,
সরকারী পাইলট হাই স্কুল, কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয় চত্বর ও আলতাপোল
গ্রামের কয়েকশ’ পানিবন্দি পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক
সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি
আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির
সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জেলা
স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির
ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান
বাপ্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পানিবন্দি নারী,পুরুষ ও শিশুরা বলেন, আমরা ত্রাণ চাই না, আমরা পানিবন্দি অবস্থা
থেকে মুক্তি চাই। পরিকল্পিত উপায়ে টিআরএম বাস্তবায়নসহ পানি উন্নয়ন বোর্ডসহ
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে যশোরের তিনটি উপজেলার বিস্তৃর্ণ জনপদের হাজার
হাজার মানুষকে পানিবন্দি অবস্থা থেকে মুক্ত করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহনের
আহবান জানান ক্ষতিগ্রস্থরা। একই সাথে এই মহাদূর্যোগে সাহায্যের হাত
প্রসারিত করে দুঃখ দূর্দশাগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য বিএনপির নেতৃবৃন্দকে
সাধুবাদ জানান।
এসময় যশোর জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্রান তারেক রহমানের নির্দেশে এবং দলের কেন্দ্রীয় কমিটির
খুলনা বিভঅগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ামিতের সার্বিক
ব্যবস্থাপনায় বন্যা ও জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে যশোর জেলা বিএনপি ত্রাণ বিতরণ
কার্যক্রম অব্যাহত রেখেছে।















