বাঘারপাড়া এগারোখানে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0
397

আজম খান, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ার এগারোখানে স্বর্গীয় মুকুল সরকার স্মৃতি আন্তঃ ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান অঞ্চলের বাকড়ী গোচর মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করেন মুকুল সরকারের সন্তান প্রাপ্তি সরকার।
এগারোখান অঞ্চলে ৮টি গ্রামের ফুটবল একাদশ এ খেলায় অংশগ্রহন করবে।
উদ্বোধনী খেলায় মালিয়াট ফুটবল একাদশ ও কমলাপুর ফ্রেন্ডস একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে গোলশুন্য থাকায় শেষে পর্যন্ত ট্রাইব্রেকারে ৪-২গোলে বিজয়ী হয় মালিয়াট ফুটবল একাদশ।
রোববার অংশগ্রহণ করবে গুয়াখোলা ফুটবল একাদশ ও ঘোড়ানাছ ফুটবল একাদশ। শারদীয় দুগোর্ৎসবের বিজয় দশমীর পরের দিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্বর্গীয় মুকুল সরকার এ অঞ্চলের কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক ও থ্রী-স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়াও সৎ বিনয়ী এ ক্রীড়ামোদী মানুষটি যশোর সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের সহকারি অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ২৯ডিসেম্বার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমণ করেন। মুকুল সরকারের দুই সন্তান পরাগ সরকার (১৫) এসএসসি পরিক্ষার্থী, প্রাপ্তি সরকার (৯)তৃতীয় শ্রেণীতে অধ্যায়ন করে। স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here