চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা পৌরসভা জন্ম ও
মৃত্যু নিবন্ধনে আবারও জেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এ
নিয়ে সপ্তম বারের মত চৌগাছা পৌরসভা শ্রেষ্টত্বের মুকুট পরলো।
রোববার যশোরের জেলা প্রশাসকের কার্যলয় হতে পৌর প্রশাসক ও
সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের পক্ষে পৌর নির্বাহী
কর্মকর্তা গাজী আবুল কাশেম শ্রেষ্টত্বের ক্রেস্ট মাননীয় জেলা
প্রশাসক আজাহারুল ইসলামের নিকট হতে গ্রহন করেন। এসময় জেলা
প্রশসকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচরী
পৌরসভার কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম বলেন, সম্মেলিত
প্রচেষ্টায় চৌগাছা পৌরসভা তার সুনাম অক্ষুন্ন রেখেছে। বিশেষ
করে স্বাস্থ্য ও টিকাদান বিভাগে কর্মরতরা নিরালস ভবে পরিশ্রম করেন
যার ফলশ্রুতিতে আমরা এই গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বলেন, অল্প
কিছু দিন হলো আমি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করেছি।
এই সময়ে দেখেছি পৌরসভার সকল কর্মচারী প্রতিষ্ঠানের প্রতি
যশেষ্ঠ আন্তুরিক। তাদের এই আন্তরিকতা বজায় থাকলে আমার বিশ্বাস
চৌগাছা পৌরসভা দেশের অন্যতম একটি প্রতিষ্ঠানে রুপ নিবে।















