কয়রা উপজেলা সদরে শ্রী শ্রী সনাতন ধর্ম মন্দির পরিদর্শন করেছেন খুলনা জেলা যুবদলের নেতৃবৃন্দ

0
176

কয়রা খুলনা প্রতিনিধি :কয়রা উপজেলা সদরে শ্রী শ্রী সনাতন ধর্ম মন্দির পরিদর্শন করেছেন খুলনা জেলা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হেল কাফি সখা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাবির আলী, সহ-সভাপতি মোল্যা রিয়াজুল ইসলাম, আতিকুর রহমান চঞ্চল, সোহাগ, সাবেক জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন এবং মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলাম।উক্ত শারদীয় দূর্গা উৎসব পরিদর্শনে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত,বক্তব্যকালে তিনি বলেন আমরা দেখেছি এই পূজা উপলক্ষে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সব জায়গায়। আমরা সেই আনন্দের ভাগীদার হওয়ার জন্য দেশ নায়ক তারেক রহমানের একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। আর আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এই বাংলাদেশে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কোন শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশী। আর সে কারণেই তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটি হচ্ছে বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আর সেই বাংলাদেশ গড়ার উনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আগামী দিনের তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ হবে। যে বাংলাদেশে সাম্য থাকবে সম অধিকার থাকবে, যেখানে কোন বৈষম্য থাকবে না সে কারণে আমরা এসেছি।এ সময় কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, আবুল বাসার ডাবলু, মঞ্জুর মোরশেদ উপস্থিত ছিলেন। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, ইউনুস, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম, দেলোয়ার হোসেন, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, লিটুও উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্যসচিব ডি এম হেলালুদ্দীন, যুগ্ম আহ্বায়ক ওবাইদুল্লাহ আজাদ এবং ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্যসচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক মামুন ও সদস্য ইমরানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও এই পরিদর্শনে অংশগ্রহণ করেন। ইউনিয়ন ছাত্রদলের মাশরাফি, রুহুল আমিন বাবু, আলাউদ্দিন, রানা এবং বাবু জিয়া প্রজন্ম দলের সভাপতি সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় নেতৃবৃন্দ এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বিষয়ে আলোচনা করেন এবং মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here