যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৭ দিন ব্যাপি পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষন কোর্সের সমাপনী

0
130

যশোর অফিস : কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ৭ দিন ব্যাপি পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষন কোর্সের সমাপনী হয়েছে বৃহস্পতিবার বিকেলে। যশোর শহরের বেজপাড়ার জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তর যশোর সদরের আয়োজনে কোর্সের সমাপনী ও ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মিলন,স্থানীয় যুব সংগঠক জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি, জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সহ-সভাপতি সৈয়দ করিমুজ্জামান করিম সহ আরো অনেকে।সাতদিনব্যাপী প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ নিতে আসাদের মাঝে ভাতা প্রদান ও মূল্যায়ন পত্র বিতরণ করেন।
প্রশিক্ষণ নিতে আসা যুবকদের উদ্দেশ্যে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বলেন হাঁস মুরগী পালন প্রশিক্ষণ কার্যক্রম একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here