কালিয়ায় মধুমতি নদী ভাঙ্গনে চর-মধুপুর গ্রামবাসী আতংকিত

0
199

মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ মধুমতী নদী ভাঙ্গনের কবলে নড়াইল জেলার কালিয়া উপজেলা অন্তর্ভুক্ত পহরডাঙ্গা ইউনিয়নের চর-মধুপুর। রাতে দিনে বর্ষামৌসুমে অতিভারী বৃষ্টিতে ভেঙে পড়ছে মধুমতী নদীর পাড়ের সড়ক। গ্রামটি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। মধুমতী নদীর উপরে নির্মিত চাপাইল সেঁতু চর-মধুপুর গ্রামের অতি সন্নিকটে হওয়ায় সেঁতুটি ও মারাত্বক ঝুকিপূর্ণ।
এলাকাবাসী জানান,
জরুরী ভিক্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নড়াইল ও গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী দ্রুত ব্যবস্থা নিলে রক্ষা পেতে পারে চাপাইল সেতু। অন্যথায় অতি নিকটে মধুমতী নদীর উপর নির্মিত চাপাইল সেতুটি ও পড়তে পারে মারাত্বক ঝুকিতে।
এবিষয়ে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম জানান,
গত বছর বেড়িবাঁধ করা হয়েছিল। নদীর ভাঙ্গনের কারনে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষন করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here