চৌগাছায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

0
124

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে যশোরের চৌগাছা উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, চৌগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সার্জারি কনসাল্টটেন্ট মির্জা বনি আমিন, মেডিকেল অফিসার খন্দকার জুলকার ইসলাম, পরীসংখ্যানবিদ শহিদুল ইসলাম, এম.টি.পি.ই.আই. নিত্যানন্দ সরকারসহ উপজেলা সরকারি হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলায় পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত সব শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ১০ হাজার ৪৫ জন কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।
মেডিকেল অফিসার ডা. জুলকাইর ইসলাম বলেন, ‘এই টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে খুবই কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পরবর্তীতে অন্য নারীরাও এই টিকা নিতে পারবেন।’ মোট ১৮ দিন ধরে এই টিকাদান কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে ১০ দিন ক্যাম্পেইনে এবং পরবর্তী ৮ দিন উপজেলা বিভিন্ন কমিউনিটিতে টিকাদান কার্যক্রম চলবে।
আলোচনা শেষে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১’শ ২০ জন ছাত্রীকে এইচপিভি টিকা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here