স্টাফ রিপোর্টার : যশোর শহরের দুই ভাড়াটিয়ার হাতে এক গৃহকর্ত্রী নৃশংসভাবে খুন হয়েছেন। হত্যাকাণ্ডের শিকার শাহানারা বেগম (৫৫) শহরের শেখহাটি বাবলাতলা এলাকার আনিসুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে ওই গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘরের দু’জন ভাড়াটিয়া এর আগে বুধবার পালিয়ে যান। বাবলা ও সুমন নামে ওই দুই ভাড়াটিয়াকে খুঁজছে পুলিশ। এদিকে, ভাড়াটিয়ার ওই ঘর থেকে একটি নোটপ্যাড উদ্ধার করেছে পুলিশ। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলেছে ভাড়াটিয়ারা স্বীকারোক্তি উল্লেখ করে গেছেন বলে দাবি পুলিশের। মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামী আনিসুর রহমান ও স্বজনেরা জানান, শাহানারা বেগম ও তার স্বামী ছাড়া তাদের বাড়ির একটি ঘরে দুই যুবক ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বুধবার দুপুরে খাবার খেয়ে শাহানারার স্বামী আনিসুর ইজিবাইক চালাতে বের হন। রাতে বাড়ি ফিরে বাইরে থেকে তালা লাগানো দেখতে পান তিনি। আশপাশে খোঁজ করেও স্ত্রীর কোনো সন্ধান পাননি তিনি। পরে বৃহস্পতিবার সকালে আনিসুর দেয়াল টপকে বাড়ির ভিতরে গিয়ে সব ঘরে তালা দেখতে পান। ভাড়াটিয়ার ঘরের সামনে কাপড়ে রক্ত দেখে তিনি লোকজন ডেকে নিয়ে এসে তালা ভাঙেন। এরপর ঘরের ভিতরে শাহানারা বেগমের গলাকাটা মরদেহ পাওয়া যায়। নিহতের ছোটভাই মাসুদ পারভেজ বলেন, ভাড়াটিয়া বাবলা ও সুমন মাদকাসক্ত হওয়ায় তাদের ঘর ছেড়ে দিতে বলা হয়েছিল। গত কয়েক মাস ধরে তাদের বাড়ি ছেড়ে দিতে বললে তারা ক্ষিপ্ত হয়। এমনকি শাহানারা ও ভাড়াটিয়াদের মধ্যে বাক-বিতন্ডাও হয়েছে। সেই জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পরে তার শরীরে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে বলেন অভিযোগ করেন তিনি। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে প্রতিবেশীরা ওই দুই যুবককে বাড়ি ছেড়ে চলে যেতে দেখেন। তাদের ধারণা, বাবলা ও সুমন হত্যার পর স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছেন। যশোর ডিবির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম হাওলাদার জানান, ‘পরিচিত লোকের হাতেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কক্ষে একটি নোটপ্যাড পাওয়া গেছে। তাতে তিন চার পেজ ধরে হত্যার কারণ উল্লেখ করে গেছে। সেখানে পূর্বে তাদের বিরোধ, বাক্-বিতন্ডা ও বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছে। তবে আসলেই এই হত্যার কারণ কি, আসলেই এই নোটপ্যাড ভাড়াটিয়াদের কিনা সেটাও তদন্ত চলছে।’ যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিচিত লোকের হাতেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা বের করার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে আসামিদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















