বেনাপোলে প্রশাসনের হস্তক্ষেপে চালু হল বেনাপোল পৌর বাস টার্মিনাল

0
166

যশোর অফিস : যশোর জেলা প্রশাসনের নির্দেশ দীর্ঘদিন পর বেনাপোল পৌর বাস টার্মিনালে বাস ঢোকা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে বেনাপোল বাসীর মনে।
‘বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান হতে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে।এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক বুধবার এমন একটি নির্দেশনা দেওয়ার পর বৃহস্পতিবার ভোর থেকে বাসগুলো পৌর বাস টার্মিনালে আসতে শুরু করে।
যানজট নিরসনের লক্ষ্যে সরকার ২০১৭ সালে ১৬কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা চক্রান্ত করে এই টার্মিনাল ব্যবহার করত না।
বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৭থেকে ৮ হাজার যাত্রী এই পথে পারাপার হয়।তাদের যাতায়াতের জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক বাস বেনাপোলে আসা যাওয়া করে থাকে।
দূরপাল্লার এই বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট চলে যেত।এ সময় চালকরা এই দূরপাল্লার বাসগুলো চেকপোস্ট থেকে বাজার পর্যন্ত ঢাকা কলকাতা মহাসড়কের দু’ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা নামার কাজ করত।
অপরদিকে স্থলবন্দরে রপ্তানি পণ্য নিয়ে আসা ট্রাক,বন্দর থেকে আমদানি পণ্য নিতে আসা খালি ট্রাক ও পণ্য বোঝাই ট্রাকগুলোও মহাসড়কের দু’পাশে দাড় করিয়ে রাখা হয়।
এসব যাত্রীবাহী বাসগুলো রাস্তা থেকে যাত্রী উঠানামা করানো ও ট্রাকগুলো দাড় করিয়ে রাখায় তীব্র যানজট তৈরি হত।
বাস টার্মিনাল চালু করার প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন,যানজট বেনাপোলবাসীর নিত্যদিনের সঙ্গী ছিল।কোন রকমেই বেনাপোল যানজট মুক্ত হচ্ছিল না।যানজটের কারনে সকালে পণ্য বোঝাই ট্রাকগুলো লোড হলেও বেনাপোল বন্দর ছাড়তে ছাড়তে রাত হচ্ছিল।এতে আমরা ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছিলাম।নতুন এই উদ্যোগ নেওয়ায় বেনাপোল কিছুটা হলেও যানজট মুক্ত হবে বলে আমি মনে করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here