বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

0
143

জেলা প্রতিনিধি, বেনাপোল : বেনাপোল বন্দরে ভারত থেকে পণ্য নিয়ে আসা এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। ওই ট্রাকচালক তুলার চালান নিয়ে বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আসেন।
বন্দরের ২৫ নম্বর টিটিআই মাঠে ট্রাক নিয়ে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে অসুস্থ হওয়ার পর শূন্য রেখায় তিনি মারা যান বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
দিনেশ চান যাদব (৫২) নামের ওই ট্রাকচালক ভারতের আহমেদ নগরের ভাসমাম কমিশিরপুর, জালালপুর এলাকার বাসিন্দা।
বেনাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বেনাপোল বন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসার পর ভারতীয় ট্রাকচালক শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আমরা দ্রুত বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে পেট্রাপোল বন্দরের ম্যানেজার কমলের সাইনি ও পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তীকে জানালে তাকে ভারতে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য বলেন। এসময় তাকে নিয়ে আমরা বেনাপোল পেট্রাপোল শূন্যরেখায় অবস্থান করি। কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সময়মত সাড়া না দেওয়ায় শূন্যরেখায় তার মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, ভারতীয় ট্রাকচালকের মরদেহ বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ভারতে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here