ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৬পিস স্বর্ণের বারসহ এক ভ্যানচালক আটক

0
129

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৬পিস স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম নামের এক ভ্যান চালককে আটক করেছে বিজিবি। শনিবার (৯ নভেম্বর) সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক ভ্যান চালকের নাম রাশেদুল ইসলাম (২৪)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মোঃ হরমুজের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এসময় সীমান্তের গোয়ালচত্তর বাজার এলাকা থেকে ভ্যান চালক রাশেদুলকে সন্দেহজনক ভাবে চলাফেরা করার সময় আটক করা হয়। পরবর্তীতে তার দেহে তল্লাশী চালিয়ে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ৬পিস স্বর্ণের বারসহ একটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ১০৩.১৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।
তিনি আরও জানান, এ ব্যাপারে আটক আসামীর বিরুদ্ধে কলারোয়া থানায় সোপর্দসহ মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here