সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: বেশি করে গাছ লাগাতে হবে কারণ গাছ লাগানো একটি ছদকায়ে জারিয়া (সওয়াব মূলক কাজ)। ইকোপার্কের বর্তমান যে অবস্থা এটি উপজেলা প্রশাসন এবং আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় হয়েছে তাই এই ইকোপার্কটি আরো সুন্দরভাবে গড়ে তোলা এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদেরই। এখানে যে গাছগুলো লাগাবেন তার ফল ভোগ করবেন আপনারা। শুক্রবার (১৫নভেম্বর) সকালে উপজেলা পরিষদ ইকোপার্কের মুক্তমঞ্চে উপজেলা পরিষদ ইকোপার্কের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম। এর আগে ইকোপার্ক উদ্বোধন এবং সেখানে একটি বৃক্ষরোপন করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক মাগুরা, উন্মে তহমিনা মিতু, শালিখা উপজেলা বিএনপির সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইকোপার্ক পরিচালনা কমিটির জ্যেষ্ঠ সদস্য মনিরুজ্জামান চকলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলার নায়েবে আমির অধ্যাপক লিয়াকত আলি শিকদার, বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা হাসিবুল ইসলাম, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি ) ওলি মিয়া, শালিখা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া, বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ শালিখা উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে ইকোপার্কের বর্তমান ও পূর্বের পরিস্থিতি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, সরকারের খাসজমি উদ্ধারপূর্বক এবং এখানের ময়লা আবর্জনায় পরিপূর্ণ কানুদার খালটি পরিষ্কার করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে উপজেলা প্রশাসন আপনাদেরকে যে ইকোপার্কটি উপহার দিয়েছে তা রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি এখানের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আপনাদের সকলের। তাই আমি আশা করব আপনারা সকলেই ইকোপার্কে রোপন করা বৃক্ষ এবং অবকাঠামোর দিকে খেয়াল রাখবেন ।















