জাহিদ,ভ্রাম্যমান প্রতিনিধিঃ-যশোরের মনিরামপুরে যশোর-চুকনগর সড়কের বেলতলাতে ইউসুফের চাতালের নিকট পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত মারুফ হোসেনের মোটরসাইকেলে থাকা রিমি খাতুন নামে এক ছাত্রী আহত হয়।আহত রিমিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মারুফ উপজেলা মুন্সিখানপুর গ্রামের হাসান আলীর ছেলে। আহত রিমি একই গ্রামের ইলিয়াস উদ্দীনের মেয়ে।
ঘটনা স্হানের পত্যক্ষদর্শীরা ক্স্থানীয়রা জানান, নিহত মারুফ মোটরসাইকেলে করে পৌর শহরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০ টার দিকে বেলতলা নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারুফ নিহত হয়। আর সাথে থাকা রিমি খাতুন গুরুতর আহত হয়। তবে ঘাতক পিকআপটি দূর্ঘটনার পরে দ্রুত পালিয়ে যায় এজন্যে এলাকাবাসী পিকআপটি আটক করতে পারেনি। তারা দুজন মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।















