মাত্র ১২০ টাকায় সাতক্ষীরায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৫৮ তরুণ-তরুণী

0
131

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল
(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত
প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার
ভিত্তিতে মাত্র ১২০ টাকায় ৫৮ জন তরুণ-তরুণী প্রাথমিকভাবে
নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী তিনজন
রয়েছেন। এছাড়া আরও ছয় প্রার্থী অপেক্ষায় রয়েছেন।
সোমবরা ভোর রাত দুইটার দিকে পুলিশ লাইন্স ড্রিলসেডে
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পর তাদেরকে
অভিনন্দন জানান, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল
ইসলাম। এ সময় খুশি‌তে আবেগাপ্লুত হ‌য়ে প‌ড়েন প্রাথমিকভাবে
নির্বাচিত প্রার্থীসহ তাদের অভিভাবকরা। আবেদন ফি ১২০ টাকা
ছাড়া আর কোনো টাকা না লাগায় পুলিশ সুপা‌রের প্রতি তারা
কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ন। উপস্থিত সবার এসময় হৃদয় ছুঁয়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সম্পূর্ণ
যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা সবাই আজ এ জায়গায়
এসেছেন। পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে
তোলার জন্য আপনাদের এ নিয়োগ অন্যতম একটি ধাপ। আপনাদের
সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল
হবে। তিনি আরো বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল
(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলার প্রাথমিকভাবে
যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত,
স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
এ সময় নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ
সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here