যশোরে ডিসেম্বর মাসের তিন দিবস পালনে জেলা প্রশাসনের কর্মসূচি উপলক্ষে সভা অনুষ্ঠিত

0
198

যশোর অফিস : যশোর জেলা মুক্ত দিবস ,শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ৬ ডিসেম্বর যশোর জেলা মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ডিসেন্বর মহান বিজয় দিবস পালনের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, যশোর সিভিল সার্জন,ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ জেলার বিভিন্ন দফতরে কর্মকর্তারা। সভায় উক্ত দিবস সমূহ পালনে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকল শ্রেণী-পেশার মানুষ সাবলীলভাবে অংশগ্রহণ করতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকার আহবান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here