যশোরে এনজিও ফাউন্ডেশন দিবস পালণ

0
152

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২
ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলেশনের
মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে।
প্রতিষ্ঠানকাল-২০০৫ থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন
দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে
সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন,
ভিশন-২০২১ এবং উন্নত সোনার বাংলাদেশ-২০৪১ অর্জন
নিমিত্তে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এনজিও ফাউন্ডেশন ১১২০টি সহযোগী সংস্থার মাধ্যমে
দেশের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-
সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধী
পুনর্বাসন, তথ্য প্রযুক্তি সেবা ও উদ্যোক্তা উন্নয়ন,
পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ
মোকাবেলা, উদ্ভাবনীমূলক কর্মকান্ড ও সামাজিক
দায়বদ্ধতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
ইতোমধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৯৭.০ লক্ষ উপকারভোগীর
দোঁর গোড়ায় পৌঁছানো সম্ভব হয়েছে। মোট
উপকারভোগীর ৫৭.১৪% নারী এবং ৪২.৮৬% পুরুষ। এরই
ধারাবাহিকতায় ২০তম প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষ্যে যশোর
জেলার সহযোগি সংস্থাার সমুহ র‌্যালি ও আলোচনা সভার
আয়োজন করে। কালেক্টরেট চত্তরে সোমবার র‌্যালি উদ্বোধন
করেন মোঃ রেজাউল করিম, সিনিয়র তথ্য অফিসার, জেলা
তথ্য অফিস, যশোর। র‌্যালি শেষে রেডক্রিসেন্ট
সোসাইটি সভা কক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন
করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জগবন্ধু
বিশ^াস, নির্বাহী পরিচালক, সিবাস, আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন আবুল কালাম আজাদ, পল্লি প্রগতি
সংস্থাা, জামিউল ইসলাম ডাব্লু, প্রশিক্ষিত যুব কল্যাণ
সংস্থাা, এস. এম নজরুল ইসলাম, পল্লী ওয়েলফেয়ার
এসোসিয়েশন, মোঃ আব্দুল লতিফ, বাংলাদেশ ফাউন্ডেশন,
অনিমা রায়, ভগ্নী নিবেদিতা মঞ্চ, উক্ত আলোচানা সভা
পরিচালনা করেন মোঃ আব্দুস সাত্তার, পরিচালক, সার্ক,
মানিরামপুর, যশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here