যশোর-খুলনা মহাড়ক অবরোধের হুসিয়ারি, অভয়নগরে সড়ক সাংস্কারের দাবীতে পাঁচ গ্রামের মানুষের মানববন্ধন

0
127

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সরকারি সড়ক সংস্কার, ড্রেনের উপর ঢাকনা স্থাপনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে পাঁচ গ্রামের মানুষ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুই ঘন্টা ব্যাপি চলা মানবন্ধনে বক্তারা বলেন, ২০ ফুট চওড়া সরকারী এ সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ন। এ সড়ক দিয়ে যাতায়াত করেন একতারপুর, গ্রামতলা, তালতলা, সিরাজকাঠি ও রাজঘাটের কয়েক হাজার মানুষ। অথচ বছর খানেক আগে ড্রেন নির্মানের নামে নওয়াপাড়া পৌরসভার তৎকালীন মেয়র সুশান্ত কুমার দাস শান্ত সচল রাস্তাটি অচল করে দেয়। সড়কের পাশ দিয়ে ড্রেন না করে মাঝ দিয়ে বড় ড্রেন নির্মাণ করা হয়। মানুষ যেন চলাচল করতে না পারে সেজন্য ড্রেনের উপর কোনপ্রকার ঢাকনা দেওয়া হয়নি। অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে মাসের পর মাস।
এলাকাবাসীরা জানান, এ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় অনেকে দূর্ঘটনার শিকার হয়েছে। শিশু কিশোরেরা খেলা করতে গিয়ে ম্যানহলে পড়ে গিয়ে আহত হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কটি দীর্ঘদিন ধরে ফেলে রাখায় রয়েছে। দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগি করে দিতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জর্জ কোর্টের আইনজীবী এডভোকেট শাকিল আহমেদ রিপন বলেন, এ সড়কটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ন অবস্থায় ফেলে রাখা হয়েছে। জনদূর্ভোগ লাঘবে নওয়াপাড়া পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
সড়ক সংস্কারের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক জয়দেব চক্রবর্তী বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরে এমন কোন অভিযোগ পায়নি। সড়ক অরক্ষিত রয়েছে শুনেছি। খুব তাড়াতাড়ি প্রকল্প হাতে নিয়ে সড়কটি সংস্কার করে দিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here