বর্ণাঢ্য শোভাযাত্রায় ‘যশোর মুক্ত দিবস’ উদযাপিত

0
134

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যশোর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে টাউন হল ময়দানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনীতি দলের নেতাকর্মী ও পেশাজীবীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর বিজয় শোভাযাত্রা বের হয়। বাদ্যের তালে তালে লাল-সবুজ রঙের বেলুন-ফেস্টুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা মাথায় জাতীয় পতাকা বেঁধে, ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এএইচএম মুযহারুল ইসলাম মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ। এদিকে এদিন সন্ধ্যায় টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে শহিদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বাঙালি জাতির জীবনে মহিমান্বিত এক গৌরবোজ্জ্বল দিন ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের ৬ ডিসেম্বরের এই দিনে মহান মুক্তিযুদ্ধে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর শত্রুমুক্ত হয়। সেদিনই মহান মুক্তিযুদ্ধে দেশের মধ্যে প্রথম বিজয় সূচিত হয়। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে যশোরের মুক্তিযোদ্ধারা তাদের জেলাকে প্রথম শত্রুমুক্ত করের। বয়ে আনেন যশোরবাসীর জন্য বিরল এক সম্মান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here