অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফকিরবাগান গ্রামের মাঠে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা।
ষাঁড়ের লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে উপজেলার শংকরপাশা গ্রামের জনি ফারাজীর বাহুবলী নামের গরু। দ্বিতীয় স্থান অধিকার করে দিপু মেম্বরের পাখিমারি নামের গরু ও তৃতীয় স্থান অধিকার করে নড়াইল জেলার শিমুলিয়া গ্রামের আকাশ নামের গরু।
ফকিরবাগান গ্রামবাসীর আয়োজনে বিজয়ীদের হাতে প্রধান অতিথি অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন নাওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মাহমুদ কবির প্রমূখ। সার্বিক সহযোগিতা করেন খলিল সরদার ও আরিপ হোসেন মোল্লা।















