বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন-২০২৪’র ফাইনাল ম্যাচে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন

0
417

সংবাদ বিজ্ঞপ্তি : যশোরে বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন-২০২৪’র ফাইনাল ম্যাচে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় শহরের মুন্শি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২-১ গোলে জার্মানি টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। প্রতিবছর ডিসেম্বর মাসে ব্রাদার টিটোস হোম স্কুল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন’র আয়োজন করে।
খেলার প্রথমার্ধে বাংলাদেশ দলের পক্ষে জোড়া গোল করে কাজী মুহিব্বুর রহমান। দ্বিতীয়ার্ধে জামার্নি দলের পক্ষে ১টি গোল করে উম্মে আফসিন হুসাইন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ওয়ার্ল্ড কাপ ট্রফি তুলে দেওয়া হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে উম্মে আফসিন হুসাইন। সেরা গোলকিপার হয়েছে আদ্রিতা গাইন ও সেরা গোলদাতা কাজী মুহিব্বুর রহমান।
বিটিএইচ ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন-২০২৪’র ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন সাবেক ফুটবলার সৈয়দ মাসুক মোহাম্মদ সাথী। প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পাঠাগার সম্পাদক এস নিয়াজ মোহাম্মদ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার লাবু জোয়ার্দার। সহকারী রেফারি ছিলেন নাজমুল হাসান ও মেহেদি হাসান। স্কোরার ছিলেন-শাহানা হক। ধারাভাষ্যে ছিলেন, মিথিলা জাহান, জোহরা আক্তার, ফাহমিদা ইসলাম ও ওয়াহিদা আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here