অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম।
আটককৃতরা হলেন, নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার গোলাম মোস্তফার ছেলে মতিয়ার রহমান (৫৫), ধোপাদী গ্রামের উত্তর গাজীপাড়া এলাকার মোজাফ্ফর সরদারের ছেলে ফিরোজ আহমেদ (২৬), নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে তরিকুল শেখ (৩০) ও মডেল কলেজ এলাকার মৃত শাহ আলম খন্দকারের ছেলে মো. মিজানুর রহমান (২৫)।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার নওয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী মতিয়ার রহমান, ফিরোজ আহমেদ, তরিকুল শেখ ও মিজানুর রহমানকে আটক করা হয়।
ওসি আরো বলেন, আটক চারজনের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় ছয়টি মোবাইল ফোন। এ ব্যাপারে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।















