হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পার বাজারের বিস্ধসঢ়;্ধসঢ়;মিল্লাহ বেকারীতে
চুরি সংঘটিত হয়েছে। তিন সদস্যের একটি চোরচক্র অত্যন্ত কৌশলে বেকারীর ক্যাশে থাকা
প্রায় ৩৪ হাজার নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১৪ নভেম্বর
বৃহস্পতিবার দুপুরে। বেকারীর মালিক শাহ আলম জানান- আমি অসুস্থ্য থাকার কারণে আমার শশুর
হাফিজুর রহমান দোকানে ছিলো। এই চোরচক্রটি পণ্য কেনার নাম করে দোকানে প্রবেশ করে
আমার শশুরকে ব্যস্ত রাখে এবং এপাশ ওপাশ করে কৌশলে ক্যাশে থাকা দোকানের বেচাকেনার ও
বিকাশের প্রায় ৩৪ হাজার নগদ টাকা চুরি করে পালিয়ে যায় তারা। পরে দোকানের সিসি
ক্যামেরায় ধারনকৃত ভিডিওতে দেখা যায় কিভাবে চোরেরা ক্যাশ থেকে টাকা চুরি করেছে।
জানাগেছে- এই চোরচক্রটি এর আগেও রাজগঞ্জ বাজার, নেংগুড়াহাট বাজার, খেদাপাড়া বাজার ও
মনিরামপুর বাজারে একই কৌশলে চুরি করেছে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো
হয়েছে। প্রশাসন এই চোরচক্রকে ধরিয়ে দেওয়ার জন্য জনসাধারনের প্রতি অনুরোধ
জানিয়েছেন।















