প্রেস বিজ্ঞপ্তি : যশোর ঢাকা পদ্মাসেতু লিংক প্রোজেক্ট উদ্বোধনে বৃহত্তর যশোর রেল
যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির বা যশোরবাসীর আকাক্সক্ষা বা
দাবি প্রত্যাশিত মাত্রায় পূরণ হয়নি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে গতকাল ১৮
ডিসেম্বর যে পরিপত্র জারি করা হয়েছে তা যশোরবাসীকে প্রচন্ডভাবে
হতাশ করেছে। আজ ১৯ ডিসেম্বর বিকাল ৪ – ৩০ টায় সংগঠনের অস্থায়ী
কার্যালয়ে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির
এক সভায় উপরোক্ত বক্তব্য রাখেন বক্তারা।
সংগঠনের আহ্বায়ক জনাব কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. রুহুল আমিন, যুগ্ম
আহবায়ক জিল¬ুর রহমান ভিটু অ্যাড. আমিনুর রহমান হিরু, হারুন
অর রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাসির
উদ্দিন আহমেদ শেফার্ড, হাবিবুর রহমান মিলন, শামিমুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে,
‘চেয়েছিলাম হরিণের চোখ, পেলাম কুকুরের লেজ।’ আমরা আবারো
দাবি করছি দ্রুততম সময়ের মধ্যে সংগ্রাম কমিটির ৬ দফা দাবি
মেনে নেওয়া হোক। সভায় আগামী ২২ ডিসেম্বর সকাল ১১ টায়
প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের বক্তব্য ও
কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহিত হয়।















