বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

0
161

যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে। শুক্রবার রাত ৭টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
স্বদেশে ফেরতরা হলেন,ভারতের উত্তর প্রদেশ বিহারের সীতামারহি জেলার মেজরগঞ্জ থানার সীতামনি-ডুমরি এলাকার সুনীল কুমার সিংয়ের ছেলে সন্দীপ কুমার সিং (৪২) ও ঝাড়খন্ড প্রদেশের রাঁচি জেলার রাজুল্লাতু থানার সিনজুসেরেং এলাকার আতুয়া তোপ্পোর ছেলে অজয় তপ্পো (৪০)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম আহমেদ জানান, এই দুই জন ৭ বছর আগে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে পুলিশের হাতে আটক হওয়ার পর আদালতে পাঠালে তাদের সাজা হয়। পরে সাজা শেষে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে ঢাকার ভারতীয় হাইকমিশনের কনস্যুলার বিভাগ থেকে জারিকৃত মূল ভ্রমণের অনুমতিপত্রের (নথিপত্র ইসি নং এক্স ১০০৭৮৮৪/এক্স ১০০৭৮৮৫) মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ ও যশোর কারাগারের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here