নাশকতার মামলা, যশোরে আ’লীগের ১শ’৪৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ জামিনে মুক্ত ৪২, কারাগারে ১০৫

0
220

শহিদ জয় যশোর : যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামলীগের ১শ’৪৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে রয়েছে যশোর সদর উপজেলায় ২০, অভয়নগর উপজেলার ১শ’৫ ও কেশবপুরের ৪২ জন। পৃথক তিন আদালতে রোববার তারা আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক যশোর সদর ও অভয়নগরের ১শ’২৫ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন অন্যদিকে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যশোর সদর উপজেলা ও অভয়নগর উপজেলার আত্মসমর্পণকারী আসামি পক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা জেলা জজ আদালতে জামিনের আবেদন জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here