বারোমাসি ঘেরের বিরুদ্ধে কৃষক বিক্ষোভ

0
126

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে বারোমাসি ঘের করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। উপজেলার পাঁজিয়া-হদ বিলের সেচ প্রকল্প বন্ধের প্রতিবাদে কৃষকরা বিক্ষোভ
সমাবেশ করেন। গত বৃহস্পতিবার বিকেলে পাঁজিয়ার আদর্শ কৃষি ও মৎস্য চাষ প্রকল্প
চত্বরে শত শত কৃষক বিক্ষোভ সমাবেশ মিলিত হন।
পাঁজিয়া আদর্শ কৃষি ও মৎস্য চাষ প্রকল্পের সাধারণ সম্পাদক বাবর আলী গোলদারের
সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হরি-ঘ্যাঁংরাইল পানি নিষ্কাশন কমিটির
সভাপতি মহিরউদ্দীন বিশ^াস, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ
হালিম, ঘের মালিক ফেরদৌস আহমেদ বাবু, সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী, কৃষক আব্দুল
গফুর, মীর কাশেম, সোহরাব হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, পাথরা সেচ প্রকল্পে ২২টি মেশিন দিয়ে গত সেপ্টেম্বর থেকে
পাথরা, পাঁজিয়া, হদ, সারুটিয়াসহ ২৬ বিলের ৫৫ হাজার বিঘা জমির পানি নিষ্কাশন
চলছে। কিন্তু বিলের তলদেশ থেকে পাঁজিয়া পাথরা খাল পলিতে ভরাট হয়ে উচু হওয়ায় খাল
দিয়ে পানি না সরায় বর্তমান পাথরা সেচ প্রকল্প বন্ধের উপক্রম হয়ে পড়ে। যে কারণে
পাঁজিয়া, হদ, হাড়িয়াঘোপ, সারুটিয়া বিলের ১ হাজার বিঘা জমিতে বোরো আবাদ
অনিশ্চিত হয়ে গেছে। কৃষকদের ৩০ পৌষের মধ্যে বিলের পানি নিষ্কাশন করে বোরো
আবাদ করার শর্তে ঘের মালিকরা বিলে মাছের ঘের করলেও তারা বর্তমান বিলের পানি
নিষ্কাশন না করে বারোমাসি ঘের করার ষড়যন্ত্র করছে। ঘের মালিকদের এ সিদ্ধান্ত অমান্য
করে অপার ঘের মালিক ফেরদৌস আহমেদ বাবু পাঁজিয়া আদর্শ কৃষি ও মৎস্য চাষ প্রকল্প
চত্বরে গত বুধবার ১২টি স্যালো মেশিন লাগিয়ে পানি নিষ্কাশন শুরু করেন। এতে ক্ষুব্ধ
হয়ে বুধবার রাতে বারোমাসি ঘের করার পক্ষের লোকজন ফেরদৌস আহমেদ বাবুর সেচ
প্রকল্পের মেশিন বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকার কৃষক ও বারোমাসি ঘের মালিকদের
লোকজন মুখোমুখি অবস্থান নেয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে পাঁজিয়া
আদর্শ কৃষি ও মৎস্য চাষ প্রকল্প চত্বরে শত শত কৃষক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেন।
ওই সমাবেশ থেকে পাথরা সেচ প্রকল্প দেখভালের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি তদারকি
কমিটি গঠনসহ পাঁজিয়া-হদ বিলের বন্ধ হওয়া সেচ প্রকল্পের মেশিন পুনরায় চালু করা
হয়।
এ ব্যাপারে পাঁজিয়া আদর্শ কৃষি ও মৎস্য চাষ প্রকল্পের সাধারণ সম্পাদক বাবর আলী
গোলদার বলেন পাঁজিয়া হদ বিলে বারোমাসি ঘের করার জন্য ষড়যন্ত্রকারীরা সেচ প্রকল্পের
মেশিন বন্ধ করে দেয়। কৃষকরা বিক্ষোভ সমাবেশের করে এর প্রতিবাদ জানায়। পুনঃরায়
চালু করা সেচ মেশিন যাতে কেঊ বন্ধ করতে না পারে সে জন্য কৃষকরা পালাক্রমে পাহারা
দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here