কয়রায় কোয়ালিশন অডিএফের উদ্যোগে সুপেয় পানির ট্যাংক বিতরণ

0
140

কয়রা উপজেলা প্রতিনিধি,,খুলনার কয়রা উপজেলায় সুপেয় পানি সংরক্ষণ জন্য হতদরিদ্রের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। কোয়ালিশন অডিএফের উদ্যোগে,
(৫ জানুয়ারি) রবিবার ১২ টার সময় কয়রা সিএন আরএস অফিসে সুন্দরবন কোয়ালিশন ও অডিএফের পক্ষ থেকে বৃষ্টির পানি সংরক্ষনের জন্য ৩০০০ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি বিতরন করা হয়, যে এলাকার মানু‌ষের সুপেয় পানির সমস্যা সে সব এলাকায় পানি সংরক্ষনের জন্য এই ট্যাংকি বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএন আরএসের টেকনিক্যাল ম্যানেজার হারুন অর রশিদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অডিএফের চেয়ারম্যান কমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, নিতাই কয়াল প্রমুখ।
কয়রা উপজেলার সিএনআর এসের টেকনিক্যাল ম্যানেজার হারুন আর রশিদ বলেন নিরাপদ পানি সংরক্ষণ করি এবং নিজেকে সুস্থ রাখি , পানির অপর নাম জীবন,
পানি ছাড়া বেঁচে থাকার কথা চিন্তা করা আর বোকার স্বর্গে বাস করা একই কথা। আমাদের দৈনন্দিন জীবনে পানির গুরুত্ব অপরিসীম ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here