এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৭৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার
সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুর পৌরসভার মধ্যকুল গুটলেতলা নামক এলাকায়
ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল গুটলেতলা এলাকায় রাস্তা পার হওয়ার
অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের উপর পড়ে ঘটনাস্থলেই মারা
যায়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,
ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তার
পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।















