এইচএমপিভি রোধে বেনাপোলে সতর্কতা জারি

0
164

বেনাপোল (যশোর): হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় সতর্কতা অবলম্বন করতে দেখা যায়।
এ সময় ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করে যাতায়াত করছেন। বেনাপোল বন্দরে পরিচালক মামুন কবির তরফদার জানান, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় এইচএমপিভি আক্রান্ত রোগীর দেখা মিলেছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে যেমন সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে এই পথ দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন ঠিক তেমনি ভাবে এইচএমপিভি রোধে পরীক্ষা-নিরীক্ষা করে যাতায়াত করছেন। এছাড়া বন্দর দিয়ে আমদানি-রপ্তানির পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাকচালক ও সহকারীরা পরীক্ষা-নিরীক্ষা করে বেনাপোল বন্দরে প্রবেশ করছেন। বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের অফিসার ডা. আব্দুল মজিদ জানান, ভারতে আক্রান্ত হওয়ায় আমাদের দেশেও সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জনসমাগম বেশি হয় এমন জায়গায় মাস্ক পরিধান করা ও হাত ধোয়ার অভ্যাস করলে এটি প্রতিরোধ করা সম্ভব বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here