রবিউল ইসলাম বেনাপোল যশোর : বেনাপোল পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আওতাধীন কাগজপুকুর কাগমারী ও গয়ড়া সড়কের রাস্তাটি দুই পাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন। চলাচল করে পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোভ্যান, ইজিবাইকসহ চলে বিভিন্ন যানবাহন। শনিবার (১১ জানুয়ারি ) দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাস্তা দুই পাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় দুই পাশের সংযোগ প্রায় বিচ্ছিন্ন। এক পাশ দিয়ে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও যানবাহন চলাচল প্রায় অসম্ভব।
স্থানীয়রা জানান, প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা এ রাস্তায় ঘটে। কখনো কখনো গাড়ি উল্টে খাদে পড়ে যায়, এ ভাঙন দ্রুত সময়ে সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, কাগজপুকুর কাগমারী-গয়ড়া সড়কের দিয়ে গয়ড়া ছাড়াও রাজাপুর , বালুন্ডা, কন্যাদহ লাউতারা , জামতলা , বাগআঁচড়া এলাকার মানুষ সড়কটি ব্যবহার করে যাতায়াত করে।ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়েই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, থানা, হাটবাজার ও ব্যবসায় প্রতিষ্ঠানে পৌঁছাতে হচ্ছে গ্রামের মানুষ গুলোর।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, মাদ্রাসা, কওমি মাদ্রাসা ও সরকারি ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত এ সড়কে। গুরুত্বপূর্ণ সড়কটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারী নেই বলে অভিযোগ সবার।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেন, আমি নতুন এসেছি বিষয় টি একটু খোঁজ খবর নিয়ে দেখছি।















