সপ্তাহব্যাপী মধুমেলা নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা শালীনতার ভেতর দিয়েই হবে মধুমেলা- যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

0
179

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও
মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে যশোর
জেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুরের সাগরদাঁড়ির মধুমঞ্চ মিলনায়তনে ওই সভার
আয়োজন করা হয়। সভায় যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, দর্শনার্থীদের
মধুমেলা উপভোগ করতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা
হবে। সাগরদাঁড়িতে অশ্লীলতা পরিহার করে শালীনতার ভেতর দিয়েই অনুষ্ঠিত হবে মধুমেলা।
যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। কেশবপুর উপজেলা
নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, যশোরের অতিরিক্ত
পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের যুগ্ম
পরিচালক আবু তাহের পারভেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল
আমিন, র‌্যাব-৬ কো¤পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি
আবুল হোসেন আজাদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, সম্রাট হোসেন প্রমুখ। এ
সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
সভায় মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি
পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলা শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে স¤পন্ন করতে
বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here