হৈবতপুরে কৃষকদলের সমাবেশে – নার্গিস বেগম বিএনপি ক্ষমতায় গেলে দেশের কৃষিতে ব্যাপক উন্নয়ন হয়

0
147

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি : যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষকদলের সমাবেশে
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম
বলেছেন,কেবলমাত্র দেশের কৃষক ও কৃষির উন্নয়নে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে। বিএনপি যখনি
রাষ্টীয় ক্ষমতায় গেছে তখনি দেশের কৃষিতে ব্যাপক
উন্নয়ন হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিদ সরকার দেশের
কৃষিখাতকে সিন্ডিকেড করে ধ্বংস করে দিয়েছে।
কৃষিখাতের প্রতিটি স্তরে সিন্ডিকেট করে দেশের
কৃষিখাত একবারেই ধ্বংসের দ্বর প্রান্তে রেখে গেছে।
আগামীতে জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়
গেলে কৃষিখাতে এমন নীতি নেওয়া হবে যাতে সারা বছর
কৃষকের মুখে হাসি থাকে। কৃষিকে আধুনিক
ব্যবস্থাপনার মধ্যে নিয়ে যাওয়া হবে।
মঙ্গলবার যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষক দল
আয়োজিত বড় হৈবতপুর মাঠে কৃষক সমাবেশে প্রধান
অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে শত শত
কিষাণ-কিষাণী যোগ দেন বিভিন্ন কৃষি যন্ত্রপাতিসহ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র
যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব বলেন,
বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে তখনই কৃষকের
ভাগ্য উন্নয়নে কাজ করেছে। আগামীতে বিএনপি রাষ্ট্রীয়
ক্ষমতা গেলেও কৃষি ও কৃষকের উন্নয়নের প্রয়োজনীয়
সবকিছু করবে।
হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের
সভাপতিত্বে এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,
যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ
সাবেরুল হক সাবু, যশোর জেলা কৃষকদলের সভাপতি
উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা বিএনপির আহবায়ক
কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, গোলাম রেজা দুলু,
থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন,
সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান
মিঠু, থানা বিএনপি নেতা আসাদুজ্জামান শাহিন,
আলাউদ্দিন আলা, ইদ্রিস আলী হৈবতপুর ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক মাহবুর রহমান, সাবেক সভাপতি রবিউল
ইসলাম, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আব্দুস
সালাম, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ
সম্পাদক মাস্টার মিজানুর রহমান প্রমূখ।
সমাবেশটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা
আক্কাচ আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here