যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সাজেদ সভাপতি ও মিলন সম্পাদক নির্বাচিত

0
180

স্টাফ রিপোর্টার, যশোর : যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন
সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়
সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন
নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত
প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যের দুটি
পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ৪৩ ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইমরান হাসান টুটুল
পেয়েছেন ২৩ ভোট। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন
প্রণব দাস ও রাহুল রায়। এর আগে সভাপতিসহ চারটি পদে প্রার্থীরা
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন, সভাপতি সাজেদ
রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু ও
কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন দিলশান। নির্বাচনে ৬৬ ভোটার তাদের
ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মাহমুদ হাসান বুলু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here