রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় শেখ মুজিবের ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দুটি ম্যুরাল ভেঙে ফেলে ছাত্রজনতা। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা’, ‘দালালি না রাজপথ-রাজপথ’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’ নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ইত্যাদি স্লোগান দেন। এর আগে স্বৈরাচার সরকার পতনের দিন চৌগাছা ভাস্কর্য চত্বরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে ছাত্র জনতা।
বিক্ষুব্ধ ছাত্রজনতা জানায়, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা পালানোর পর থেকেই আওয়ামী লীগ ও শেখ হাসিনা নানা কূটকৌশল চালিয়ে আসছে। তারা বলেন, ‘আমরা শক্তভাবে বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদী কোনো ধরনের অপরাজনীতি ও অপচর্চা আমরা সহ্য করব না। শেখ হাসিনা প্রকাশ্যে আসার চেষ্টা করছেন। মানুষকে ভুল বোঝানোর অপচেষ্টা করছেন। কিন্তু তার কোনো সুযোগ নেই। ওই স্বৈরাচারের কোনো নাম-চিহ্ন এই চৌগাছার মাটিতে রাখা হবে না।’
উল্লেখ্য, শেখ হাসিনা ভাষণ দিতে চাওয়ার প্রতিবাদে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর শুরু হয়। যার প্রেক্ষিতে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্রনেতারা মাঠে নামেন। এদিকে এদিন বিকালে চৌগাছা থেকেও ম্যুরাল অপসারনের ঘোষনা দেয় ছাত্ররা। তারই ধারাবাহিকতায় চৌগাছা উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত দুটি ম্যুরাল অপসারন করে ছাত্রজনতা।















