কোটচাঁদপুরে ব্লাকে বিক্রি করা সার,পাচারের সময় আটকিয়ে দিল জনতা

0
165

মোস্তাফিজুর রহমান,কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে বিসিআইসি ডিলার সরকার স্টোরের অবৈধ ভাবে বেশি দামে বিক্রিত ঢ্যাপ সার পাচারের সময় আটকে দিলেন জনতা। মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্রীজঘাট মোড়ে ওই সার আটক করা হয়। পরে তা বাজেয়াপ্ত করে ওকসান দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি অফিসার জাহিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কোটচাঁদপুরে ৬ টি বিসিআইসি সার ডিলার রয়েছে। যার মধ্যে কৃষাণ টেডাস, মেসাস এনারুল ইসলাম, শাহজাহান আলী, সরকার স্টোর, আব্দুস সাত্তার ও নওশের আলী। এরমধ্যে সরকার স্টোর তাঁর বরাদ্দকৃত সার বিক্রি করতে পারবেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নে। তিনি তা বিক্রি না করে দীর্ঘদিন অবৈধ ভাবে বেশি দামে বাইরে সার বিক্রি করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্যান চালক সাইফুল ইসলামের কাছে টিটনের নামে মেমো কেটে মহেশপুরে সার বিক্রি করেন। ওই সার গুলো ব্রীজঘাট মোড়ে আটকে দেন জনতা। এরপর বের হয় প্রকৃত ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৃষি অফিসার জাহিদুল ইসলাম। এরপর আসেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম । পরে সার বাজেয়াপ্ত করা হয়।
এর আগে গত ১৪ জানুয়ারী জনতা আটকে দেন ৫০ বস্তা টিএসপি সার। পরে ওই সারগুলোয় বাজেয়াপ্ত করে ওকসান দেয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শী সোলাইমান হোসেন বলেন, প্রায দিনই তারা বাইরে সার বিক্রি করেন বেশি দামে। যা ধরা যায়নি কোনদিন। মঙ্গলবার দুপুরে ভ্যানে সার তোলার সময় আমি লক্ষ্য করি। তারপর ভ্যান চালকের পিছু নিয়ে সারগুলো আটকাতে সক্ষম হয়।
তিনি বলেন, যে সার বিক্রি করার কথা এলাঙ্গী ইউনিয়নে, সেই সার তিনি অবৈধ ভাবে বেশি দামে বিক্রি করে ছিল মহেশপুরের কোন স্যার বিক্রেতার কাছে।
কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, যে সারটি ভান চালকের কাছে পাওয়া গেছে, সেটা এলাঙ্গী ইউনিয়নের বরাদ্ধকৃত সার। যা তিনি বাইরে বিক্রি করতে পারেন না।
তিনি বলেন, সারগুলো জনতা আটক করেন। আমরা খবর পেযে ঘটনাস্থলে যায়। এরপর ভ্রাম্যমান আদালতে মাধ্যমে তাকে ৩ হজার টাকা জরিমানা করা হয়েছে। আর সারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সারগুলো বিক্রি করে সরকারি কোষাগারে ওই অর্থ জমা দেয়া হবে।
ডিলার প্রসঙ্গে তিনি বলেন, ভ্যান চালক কোন সার ব্যবসায়ীর দোকানের মেমো দেখাতে পারেনি। দেখাতে পারলে তাকে আইনের আওতায় আনা যেত। ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট দেয়ার পর ওনি দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here