যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট ৪জন গ্রেপ্তার

0
165

যশোর অফিস : যশোরের শার্শায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৪জন আওয়ামীলীগ কর্মী ও একজন মানব পাচার মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তাদেরকে বাড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন,আওয়ামীলীগ কর্মী উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত পাঞ্জাব আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম (৫২), একই গ্রামের আব্দুল আলীমের ছেলে রেজাউল ইসলাম (৫১),উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ রহিমের ছেলে ওয়াসিম (৪২),একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মশিয়ার রহমান (৪৮) এবং মানব পাচার মামলার পরোয়ানা ভূক্ত আসামী পানবুড়ি গ্রামের রহমতুল্লা ফড়ে রহমতের ছেলে হেকমত আলী ফড়ে (৪৫)।ওসি কে.এম রবিউল ইসলাম বলেন,অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪জন আওয়ামীলীগ কর্মী এবং একজন মানব পাচার মামলা গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি। বুধবার আটককৃতদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here