যশোরে গড়াই পরিবহনকে ওভারটেক করতে যেয়ে হেলপারকে ট্রাকের চাপা পা বিচ্ছিন্ন

0
160

যশোর অফিস : যশোরের রাজারহাটে গড়াই পরিবহনকে ওভারটেক করতে যেয়ে হেলপারকে চাপা দিয়ে সটকে পরেছে একটি ট্রাক। ট্রাকের চাপায় গড়াই পরিবহনের হেলপার রাহুলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ।
আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলপার রাহুল ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজিপুর মুনদিয়া গ্রামের লাল্টু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গড়াই পরিবহনকে ডানে রেখে ওই ট্রাকটি ওভারটেক করতে যাচ্ছিল। এমন সময় ওই বাসের হেলপার বাইরে শরীর বের করে ট্রাকের গতি কমানোর ইজ্গিত দেন । এরমাঝে ওই ট্রাকটি হেলপারকে ধাক্কা দেয়। হেলপার নিচে পরে যায়। হেলপারের মাথা অল্পের জন্য রেহায় পেলেও পায়ের উপর দিয়ে ট্রাকটি চাপা দিয়ে টেনে চলে যায়। আশপাশের লোকজন ধাওয়া করেও ট্রাকটি ধরতে পারেনি। পরে স্থানীয়দের সহযোগিতায় রাহুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বিচিত্র মল্লিক জানান, তার বাম পা পুরোই বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পার কয়েক জায়গায় ক্ষত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here