যশোরে শার্শায় ছিনতাই হওয়া আট লাখ টাকা উদ্ধার আটক চার

0
276

যশোর অফিস : যশোরের শার্শায় এক ফিড ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। একই সাথে ছিনতাই হয়ে যাওয়া আট লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১টি হাসুয়া ও ১টি বার্মিজ চাকু। আটককৃতরা হলেন,যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন ওরফে ফরহাদ (২৪), একই গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (২৮), শার্শা উপজেলার ইসলামপুরের মৃত বেল্লাল হোসেনের ছেলে রাব্বেল ওরফে রাব্বি (২১), ঝিকরগাছা উপজেলার চান্দেরপুল গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল হোসেন। তারা চিহ্নিত ছিনতাইকারী। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে -ই আলম সিদ্দিকী।
তিনি জানান,২০ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিডের পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাদেরকে জখম করে ৮ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা বিষয়টি দ্রুত পুলিশকে জানালে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ রবিউল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে ডিবির সহযোগিতায় আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পালিয়ে যাওয়া অপর দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হয়ে যাওয়া টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here