যশোর হাউজিং কর্তৃপক্ষ প্লট গোপনে অবৈধ বরাদ্দ বাতিলসহ বসবাসকারীদের কাছে বরাদ্দের দাবি এলাকাবাসী

0
173

যশোর অফিস ” যশোর হাউজিং কর্তৃপক্ষ ২০২৪ সালে তাদের নিয়ন্ত্রনাধীন প্লট গোপনে অবৈধ বরাদ্দ বাতিলসহ বসবাসকারীদের কাছে বরাদ্দের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এ উপলক্ষে এলাকাবাসী সোমবার বেলা ১১টায় উপশহর হাউজিং কার্যালয়ে এবং প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, যশোর উপশহর হাউজিং এর ব্লক ভিত্তিক খেলার মাঠ, সেপ্টিট্যাংকির স্থান গুলো কর্তৃপক্ষের সংশ্লিষ্ঠ বাড়ির মালিকদের কাছে বরাদ্দ না দিয়ে গোপনে ৬৪টি প্লট তৈরী করে গোপনে নামমাত্র লটারির মাধ্যমে বৈষম্য নীতি অবলম্বন করে উচ্চ মূল্যে বিভিন্ন মহলে চুক্তি ভিত্তিক বরাদ্দ দিয়েছেন। ঐ সকল প্লট বাতিল সহ প্রকৃত বাড়ির মালিকদের কাছে বরাদ্দের দাবি জানিয়েছে এলাকাবাসী।
মানববন্ধনে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদে নেতৃত্বে উপস্থিত ছিলেন আল মামুন, এলাকাবাসীর পক্ষে আলী জিন্নাহ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এলাকাবাসী জানিয়েছেন, অবৈধভাবে বরাদ্দ পাওয়া আমলা, সচিবদের নামধারী দালাল স্বজনদের, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নামে বরাদ্দকৃত ৬৪টি বাতিল করে নিয়ম অনুযায়ী প্রকৃত প্রাপ্যদের কাছে বরাদ্দের দাবি জানান। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here