বেনাপোলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

0
264

যশোর অফিস : যশোরের বেনাপোলে ট্রেনে কাটা পড়ে লাভলু হোসেন(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বেনাপোল পোর্ট এলাকার আমড়াখালী গ্রামের রেল লাইনের উপরে এ ঘটনা ঘটে। খুলনা জিআরপি পুলিশ লাশ উদ্ধার আইনী কার্যক্রম শেষ করে করে ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
নিহত লাভলু হোসেন সাতক্ষীরা রাইচপুর গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয় পোর্ট থানার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে (বেনাপোল টু ঢাকা) রূপসী বাংলা অন্তঃনগর ট্রেন আমড়াখালী গ্রামের রেল লাইন ক্রস করছিল। এ সময় লাভলু রেল লাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুলনা জিআরপি পুলিশকে খবর দেন। সন্ধ্যার দিকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here