আগামী প্রজন্মকে সাহিত্য চর্চায় উৎসাহ দিতে হবে: যশোর ডিসি

0
160

নিজস্ব প্রতিবেদক : আগামী প্রজন্ম যখন প্রযুক্তির দিকে বেশি ঝুকে পড়েছে সেখানে বিদ্রোহী সাহিত্য পরিষদের কবি সাহিত্যিকরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাহিত্য চর্চার কাজে অংশ নিতে আগ্রহ সৃষ্টি করছে। সাহিত্য চর্চায় মনোনিবেশে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাহিত্য চর্চার অনুপ্রেরণা যোগাচ্ছেন। সেটা সত্যি আনন্দিত বিষয়। আমরা সকল কাজের মধ্যে সাহিত্য চর্চার মনোযোগী হতে হবে। তবেই সমাজে সৃষ্টিশীল কাজ তৈরি হবে। বুধবার বিকেলে জেলা প্রশাসনের কার্র্যালয় চত্বরে বিদ্রোহী সাহিত্য পরিষদের দেয়ালিকা ‘স্বরবর্ণ’ উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এসব কথা বলেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বরবর্ণের উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আহমদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, কবি ও গবেষক, সহকারী অধ্যাপক মো. মোফাজ্জেল হোসেন, অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ।
স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
বক্তব্য রাখেন অ্যাড. জিএম মুছা, অরুণ বর্মন, এম এ কাসেম অমিয়, মঞ্জুয়ারা সোনালী, ভদ্রাবতী বিশ্বাস, নূরজাহান আরা নীতি, পারভীনা খাতুন, শহিদুজ্জামান খান, ইরফান খান, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here