যশোরে আদ্-দ্বীনের বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহণ সেবার উদ্বোধন

0
186

জেলা প্রতিনিধি : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া বলেছেন, ‘বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ ল্েয বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। শনিবার দুপুরে যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একই সঙ্গে, বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে। এটি দেশের সার্বিক এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদপে বলে তিনি উল্লেখ করেন।
দণি পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পদপে আদ্-দ্বীনের এই সেবা কার্যক্রমের প্রশংসা করে বেবিচক চেয়ারম্যান বলেন, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহন সেবা চালু করেছে, তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদপে। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জরুরি চিকিৎসা সেবার েেত্র সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশন ইবষষ ৫০৫ হেলিকপ্টারের মাধ্যমে এই সেবা চালু করেছে, যা মানবতার সেবায় এক বিশাল অগ্রগতি। স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। কিন্তু এমন মহৎ উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ খুব সহজে এই সেবা পাবে। এই উদ্যোগ শুধু একটি সেবা নয়, এটি মানবতার এক অনন্য নিদর্শন। আইনের মধ্যে ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান এমন মহৎ উদ্যোগ গ্রহণ করলে, সিভিল অ্যাভিয়েশন থেকে সহায়তা করা হবে বলেও জানান।
আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ, কাস্টমস হাউজ ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনির্ভাসিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বক্তব্য রাখেন আদ্ দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আকিজ অ্যাভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর মুয়াজ রাকিব, আদ্ দ্বীন ফাউন্ডেশন উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ্ দ্বীন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, প্রেস কাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
আদ্ দ্বীন সংশিষ্টরা জানিয়েছেন, সাধ্যের মধ্যে মানসস্মত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে দেশে ৮টি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে আদ্ দ্বীন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে আদ্ দ্বীনের স্বাস্থ্য সেবায় যুগান্তকারী সংযোজন হেলিকপ্টারযোগে বিনামূল্যে রোগী পরিবহন সেবা শুরু করলো। যশোর পুলেরহাটে অবস্থিত আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার বয়রায় অবস্থিত আদ্ দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার দুটি অবতরণ করবে। সেখান থেকে আদ্ দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ৮টি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাবে। খুলনা বিভাগের চিহ্নিত ৫৮৭ টি হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here